মঞ্চে, সিনেমায়। নিশ্চিত ভাবেই এঁরা বাংলা মঞ্চ ও চলচ্চিত্রে মেয়েদের অংশগ্রহণের পুরোধা। এই মহীয়সীদের প্রতি শ্রদ্ধায় একটি শৌখিন স্কেচ/নোটবুক প্রকাশ করেছে 'ব্লু ফিশ', বইমেলায় ঠিকানা 'লা স্ত্রাদা'। মঞ্জিষ্ঠা ও হরীতকীতে রাঙানো, মলাট হাতে বোনা সুতির কাপড়ের: অনিন্দিতা ঘোষ অলোক সোম গৌড়বিনোদ মিস্ত্রীর কারুকৃতিকে স্নিগ্ধ রূপ দিয়েছেন হার্দিকব্রত বিশ্বাস।
The Cafe Table is self-describing in itself. It’s just cafe with a table, where a table is all you need to share your thoughts and shape them into real good books. We are a budding organization based out of Kolkata, seeking to broaden our horizon beyond printing. Though we claim to be a startup publishing house, our line of business has much more than just printing in its palette.