কনক চ্যাটার্জি, লালবাজার গোয়েন্দা দপ্তরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ আধিকারিক।
পুলিশের উর্দি ও কর্তব্যকে প্রাধান্য দিয়ে নিজ দায়িত্বের প্রতি সর্বদা অবিচল।
বছর চল্লিশের তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, দৃঢ়চেতা এই মানুষটি শারীরিকভাবেও বলিষ্ঠ, দীর্ঘকায় এবং সুপুরুষ।
ব্যক্তিগত সমস্ত বাধাকে অগ্রাহ্য করে ইনভেস্টিগেশনে অহর্নিশ কঠোর পরিশ্রম ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বিভিন্ন রহস্যের সমাধান করে থাকেন।
রাজ্যের 'স্বরাষ্ট্র দপ্তর' দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপ অধ্যুষিত অঞ্চলের পরিস্থিতি বিচার করে কনক চ্যাটার্জিকে দায়িত্বভার দিয়ে থাকে । কর্মক্ষেত্রেই শুধু নয়--- ব্যুরোক্র্যাট্ লেভেলেও তাঁর কর্ম তৎপরতার জন্য তিনি সুখ্যাতি অর্জন করেছেন।
কনক চ্যাটার্জীর পাঁচটি রহস্য উন্মোচনের কাহিনি নিয়েই 'রহস্যভেদী কনক' গ্রন্থটি সংকলিত হয়েছে।
The Cafe Table is self-describing in itself. It’s just cafe with a table, where a table is all you need to share your thoughts and shape them into real good books. We are a budding organization based out of Kolkata, seeking to broaden our horizon beyond printing. Though we claim to be a startup publishing house, our line of business has much more than just printing in its palette.