কার্ডিয়াক হার্ট সার্জেন ডাঃ ফ্র্যাঙ্ক ট্যানার এবং সিনিয়র নার্স পরমা সুন্দরী ক্লেয়ার গ্যারিসন-এর "লাভ এ্যাট ফার্স্ট সাইট। খুবই স্বাভাবিক হলেও পরের ভাগটা বিশেষ স্বাভাবিক রইল না। ক্লেয়ারের নিখুঁত সুন্দরী কন্যা জিলিয়ান-এর তো বাল্য অবস্থা থেকেই জীবন সংঘর্ষ শুরু হয়ে গেল। সেটা কবে শেষ হবে ? কোন অদৃশ্য হাত তাকে সাহায্য করবে ? ভাবলেই শরীরে শিহরন জাগে। গল্পটা পড়তে শুরু করলে যে আর থামা যাবে না তা হলপ্ করে বলা যায়। বিদেশের পটভূমিতে এক অনবদ্য উপন্যাস।
The Cafe Table is self-describing in itself. It’s just cafe with a table, where a table is all you need to share your thoughts and shape them into real good books. We are a budding organization based out of Kolkata, seeking to broaden our horizon beyond printing. Though we claim to be a startup publishing house, our line of business has much more than just printing in its palette.