বিচিত্রবর্ণ প্রবন্ধের সংকলন এ বই। সমাজ, রাজনীতি, সমকাল, অতীত অথবা বিশেষ কোনো ব্যক্তি এ আখ্যানের মূল উপজীব্য, যার সঙ্গে কখনো কখনো মিশে গেছে লোকধর্ম ও সেই ধর্মের আরাধ্য দেব-দেবীও। সবমিলিয়ে পূর্ণমাত্রায় সমাজ ও রাজনীতি সচেতন এক আখ্যানমালা হিসেবে চিহ্নিত করা চলে এই সংকলনকে।
The Cafe Table is self-describing in itself. It’s just cafe with a table, where a table is all you need to share your thoughts and shape them into real good books. We are a budding organization based out of Kolkata, seeking to broaden our horizon beyond printing. Though we claim to be a startup publishing house, our line of business has much more than just printing in its palette.