উদাসীনতার কি সত্যিই কোনো ক্যাপসুল পাওয়া যায় ?তা খেয়ে কি উদাসীন হওয়া যায় ? সবচেয়ে বড়ো প্রশ্ন : উদাসীন হতে হবে কেনো ? যুদ্ধবিদ্ধস্ত, দগ্ধ , পরিত্যক্ত শহরে যেখানে কালবৈশাখীর পর স্বস্তির বৃষ্টি নেমে আসেনা প্রথম প্রেমের মতন , যেখানে প্রকৃত শিল্পীসত্তার খুন হয় প্রতিনিয়ত সেখানে উদাসীনতা এক নিঃশব্দ বিপ্লব ।প্রেম , অপ্রেম , কালো শ্লেষ , ঠাট্টা যার কবিতার শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রেমিকার বাঁ কাঁধের তিলের মতন , তাঁর কবিতা সত্যিই একই সাথে বাস্তব , পরাবাস্তব ও নিঃসন্দেহে অন্য ডাইমেনশনের । তাই হয়তো প্রায় সাড়ে তিন দশক আগে প্রণবেন্দু দাসগুপ্ত এই বিরল প্রতিভাকে চিনতে পেরে তাঁর সম্পাদিত অলিন্দ পত্রিকায় কবিতা লেখার আহ্বান জানান । প্রণবেন্দুই বলেছিলেন রাজাদিত্যর কবিতা , কবিতা বোধ ও ভাষা অন্য ডাইমেনশনের ।রাজাদিত্যর সিনেমার মতনই এই কবিতা- সিনেমা কাব্যগ্রন্থটি আপনাকে ভাবতে বাধ্য করবে ।
The Cafe Table is self-describing in itself. It’s just cafe with a table, where a table is all you need to share your thoughts and shape them into real good books. We are a budding organization based out of Kolkata, seeking to broaden our horizon beyond printing. Though we claim to be a startup publishing house, our line of business has much more than just printing in its palette.